বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু বলেছেন, চিনি শিল্পকে লাভজনক করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এবার আখ চাষীদের ভালো বীজ ও প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। নইলে চিনি শিল্পকে লাভজনক করা যাবে না।
কর্পোরেশন চেয়ারম্যান রবিবার সন্ধ্যায় শহরের হুগোলবাড়িয়ায় নাটোর চিনিকলের ২০২২-২০২৩ অর্থ বছরের আখ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মোসলেম উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফরিদ উদ্দিন ভুঁইয়া, নর্থবেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌসুল আলম, ডিজিএম কামাল উদ্দিন, সিবিএ সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক মুনসুর রহমান ও ময়েজ উদ্দিন।
বিডি প্রতিদিন/এএ