দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধভাবে সার রাখা, বেশি দামে সার বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং এক চালকে আরেক চাল বলে মোড়কজাত করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
সোমবার চিরিরবন্দরের বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এসময় চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জহুরা সুলতানা শারমিন সার্বিক সহযোগিতা করেন। এছাড়াও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জিল হোসেন এবং পুলিশ লাইনস দিনাজপুরের একটি টিম সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, কৃষি সারের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং তা সরবরাহের ব্যবস্থা স্বাভাবিক রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রাইস মিলে প্রতারণা রোধে অভিযান পরিচালিত হয়। এসময় বেলতলী বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে অবৈধভাবে সার রাখা এবং বেশি দামে সার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা, মাজেদা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা, মোহাম্মদ আলী সার ডিলারকে মজুদের গরমিল পরিলক্ষিত হওয়ায় ২০ হাজার টাকা এবং মমতা রাইস মিলের মালিককে ২৮ চাল বলে ২৯ চাল মোড়কজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বিডি প্রতিদিন/এমআই