বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপি আন্তর্জাতিক মেরুরজ্জু আঘাত দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সরকার তাদের সকল দায়িত্ব নিয়েছেন বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সিআরপির নির্বাহী পরিচালক ড. সোহরাব হোসেনসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন