ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বজ্রপাতে কুরবান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার হিজলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মকবুল হোসেন মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় কৃষক কুরবান আলী নিজ বাড়ির ঘরের বারান্দায় বসে ছিলেন। সে সময় তিনি বজ্রপাতে আঘাত পেয়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই