পাবনার সুজানগর উপজেলায় ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এরশাদ শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চর মানিকদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ শেখ চর মানিকদিয়ার গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার বিকেলে জমির ফসল ছাগলে খাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে দুই গ্রুপেই আবারও বড় ধরনের সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কিছু গোলাগুলির ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রাথমিক তথ্য পেয়েছি। এছাড়া এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসসহ তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই