চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে বজ্রপাতে সাজু আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিভাঙ্গা গ্রাম সংলগ্ন ভৈরব নদীর তীরে এ ঘটনা ঘটে। তিনি হাতিভাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে নদীর তীরে শুকাতে দেয়া পাটকাঠি তুলতে যায় সাজু। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এমআই