মাগুরার মহম্মদপুর উপজেলায় জলাশয়ে পাট ধোয়ার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোক্তার হোসেন মোল্যা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সরুপপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোক্তার সরুপপুর গ্রামের রোকমান মোল্যার ছেলে।
সরুপপুর গ্রামের কৃষক জাকির মোল্যাসহ অন্যরা জানান, স্থানীয় একটি জলাশয়ে পাট ধোয়ার কাজ করছিলেন কৃষক মোক্তার। দুপুরে বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার চেষ্টা করেন। পথিমধ্যে বাড়ির অদূরে রাস্তায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এমআই