৮ সেপ্টেম্বর, ২০২২ ২১:০৫

প্রকৌশলী তাপসকে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


প্রকৌশলী তাপসকে জাতীয় পার্টি 
চেয়ারম্যানের উপদেষ্টা নিয়োগ

জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সাক্ষরিত এক চিঠিতে তাপসকে এই পদে নিয়োগ দেয়া হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির ৯ম জাতীয় সম্মেলনে প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা এবং ধারা-২০ উপধারা-১ (১) ক এর বিধান অনুসারে তাপসকে পার্টির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব থেকে পদোন্নতি দিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।  

এই নিয়োগের ফলে জাতীয় পার্টির কেন্দ্রিয় এবং তার নিজ জেলা বরিশাল জেলা ও উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর