বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরনদী সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা নৌকায় বজ্রপাতে ৩ জেলে নদীতে নিখোঁজ হয়েছে। বজ্রপাতে ট্রলারে থাকা অপর দুই জেলে অচেতন হয়ে অসুস্থ হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ৩ জেলের সন্ধানে মেঘনা নদীর ওই এলাকায় তল্লাশী চলছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া।
নিখোঁজ ৩ জেলে হলো-হিজলার মেমানিয়া এলাকার মুক্তার সরদার (২৫), তার ভাগ্নে ফরহাদ সরদার (১৮) ও প্রতিবেশী আমীর রাড়ি (৩৫)। আহত দুইজন হলো মুক্তারের ভাতিজা রবিউল সরদার (১৮) ও তার চাচাতো বোনের জামাতা ওসমান সরদার (২৫)।
নিখোঁজ মুক্তারের ভাই কবির সরদার মুঠোফোনে জানান, তারা ৫ জন একটি নৌকায় হিজলা-গৌরনদীর আজাদ সরকারের মাছ ঘাটের কাছে মেঘনা নদীতে মাছ ধরছিলো। গতকাল সকাল সোয়া ৮টার পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি উপক্ষো করে তারা মাছ শিকার অব্যাহত রাখে। আকস্মিক নৌকার ছুইয়ের (মাস্তুল) উপর বজ্রপাত হলে ৩ জন জেলে নদীতে পড়ে যায়। অসুস্থ হয়ে পড়েন নৌকায় থাকা দুইজন জেলে। দুর্ঘটনার পর আশপাশের জেলেরা আহতদের উদ্ধার করে। বাড়িতে রেখে স্থানীয় চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ৫ জন জেলে টানা কয়েকদিন ধরে মেঘনা নদীতে মাছ শিকার করছিলো। আজ সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক নৌকায় বজ্রপাত হলে ৩ জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়। নৌকায় থাকা অপর দুই জেলে অচেতন হয়ে পড়েন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিখোঁজ ৩ জেলের সন্ধানে নদীতে তল্লাশী চলছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/নাজমুল