২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৫:০১

লক্ষ্মীপুরে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের মৌন প্রতিবাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের মৌন প্রতিবাদ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

দেশব্যাপী নারী- শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনার মৌন প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন কলেজে পড়ুয়া ছাত্রীরা। 

আজ রবিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে সমবেত হয়ে তারা এ প্রতিবাদ জানান। প্রতিবাদী এসব শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বাঁধা আর হাতে হাতে প্লেকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন। 

তাদের প্লেকার্ডে লেখা ছিল- আমি বাবার রাজকন্যা আমাকে তোমাদের ভোগ সামগ্রী বানিওনা, আমি বাংলাদেশ, আমি লজ্জিত, পোশাক যদি হয় ধর্ষণের কারণ তবে দুই বছরের শিশু কেন ধর্ষণ হয়, সমাজ শেখায় ধর্ষিত হয়োনা, শেখায়না ধর্ষণ করোনা, চলার স্বাধীনতা দিয়ে কি হবে, যদি বাঁচার স্বাধীনতা না থাকে, খুনিদের ফাঁসি নিশ্চিত কর করতে হবে।

প্রতিবাদে অংশ নেন লক্ষ্মীপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, শ্যামলী পলিটেকনিক স্কুল এন্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর