২ অক্টোবর, ২০২২ ০৪:১৮

গুরুদাসপুরে ‘পাওনা টাকা নিয়ে’ মারামারি, একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুরে ‘পাওনা টাকা নিয়ে’  মারামারি, একজনের মৃত্যু

নিহত সাইফুল ইসলাম জয়

নাটোরের গুরুদাসপুরে ‘টাকা পাওনা’কে কেন্দ্র করে হাতাহাতির পর সাইফুল ইসলাম জয় নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল একই মহল্লায় মৃত আব্দুল জলিলের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মাসুদ রানা নামে এক ব্যক্তির চায়ের দোকানে ১০০ টাকা বকেয়া ছিল সাইফুলের। শনিবার রাতে সেই টাকা চাওয়ায় মাসুদের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’জন হাতাহাতিতে জড়ায়।

পুলিশের দাবি, সাইফুল ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা গ্লাসে ঘুষি মারে। এতে গ্লাস ভেঙে তার ডান হাতে রক্তক্ষরণ শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে মাসুদ রানা পলাতক রয়েছে।

তবে নিহত সাইফুলের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দোকানদার মাসুদ কাঁচের গ্লাস দিয়ে সাইফুলকে আঘাত করে। এতে গ্লাস ভেঙে হাত কেটে অতিরিক্ত রক্তক্ষরণে সাইফুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর