৩ অক্টোবর, ২০২২ ১৩:১৯
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত

স্থলমাইনে নিহত রোহিঙ্গা কিশোরের লাশ ফেরত দিয়েছে মিয়ানমার

জিরো লাইনে দাফন

বান্দরবান প্রতিনিধি

স্থলমাইনে নিহত রোহিঙ্গা কিশোরের লাশ ফেরত দিয়েছে মিয়ানমার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইনে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গা কিশোর ওমর ফারুকের (১৭) মরদেহ শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

রবিবার সন্ধ্যার পর তার মরদেহ ফিরে পেয়ে রাত ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু বাজারের বিপরীতে কোণারপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জিরো লাইনে কবর দেয়া হয় নিহত ওমর ফারুককে।

কোণার পাড়া রোহিঙ্গা শিবিরের সর্দার/মাঝি দিল মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার ভোরে নো ম্যান্স ল্যান্ডে স্থল মাইন বিস্ফোরণে কিশোর ওমর ফারুক নিহত এবং অপর একজন মো. আবদু ইয়্যা মারাত্মক আহত হয়।

ঘটনার পরপরই মিয়ানমারের বিজিপি জওয়ানরা হতাহত দুই রোহিঙ্গাকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নিয়ে যায়। পরে তারা তাদের জিরো লাইনে এনে রেখে যায়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইনে এটি দ্বিতীয়বারের মতো স্থলমাইন বিস্ফোরণের ঘটনা। 

গত ১৬ সেপ্টেম্বর অনুরূপ এক মাইন বিস্ফোরণে অন্যথাইন তঞ্চঙ্গ্যা নামে আরেক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছিলেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ ভূমি থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশ কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে চলে গেলেও প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা নাগরিক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু বাজারের কাছাকাছি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইন সংলগ্ন কোণারপাড়ায় রয়ে গেছে।


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর