৩ অক্টোবর, ২০২২ ১৭:১২

অনিয়মের অভিযোগে ফেনীতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফেনী প্রতিনিধি

অনিয়মের অভিযোগে ফেনীতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রতীকী ছবি

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জননী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা এই জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের জননী ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা চোখে পড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এস আর মাসুদ রানার তত্ত্বাবধায়নে উপস্থিত ছিলেন সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুমিনুল ইসলাম খান সোহাগ ও ডা. তানভীর আহমেদ রাফসান। অভিযানে সহযোগীতা করে ফেনী মডেল থানার একদল পুলিশ।

ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিবার্হী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসা বিষয়ে নানা অনিয়ম রোধে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর