৩ অক্টোবর, ২০২২ ২১:২১

ব্রাহ্মণবাড়িয়ায় কুমারী পূজা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় কুমারী পূজা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে প্রতিটি মন্ডপে চলছে পূজা অর্চনা। মহাঅষ্টমী পূজার মূল আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। সোমবার দুপুর ১টার দিকে শহরের কালাইশ্রীপাড়া গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

কুমারী পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই দুর্গা মন্ডপে ভক্তদের সমাগম ঘটতে থাকে। পূজা শুরু হওয়ার পর কানায় কানায় ভরে যায় পুরো মন্ডপ এলাকা। এ বছর ৯ বছর বয়সী ঋতু রানী আচার্যকে কুমারী রূপে পূজা করা হয়। 

মন্ডপের পুরোহিত প্রসেঞ্জিত চক্রবর্তী বলেন, শাস্ত্র মতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যা করার মধ্যে দিয়ে। কোলাসুর নামক অসুর এক সময় স্বর্গ মর্ত্য অধিকার করে নেন। কোলাসুর স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকী বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যা রূপে জন্মগ্রহণ করেন ও কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। পুর্নজন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়। উল্লেখ্য, জেলায় এ বছর ৬০৫টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর