৩ অক্টোবর, ২০২২ ২২:০৫

বগুড়ায় হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

বগুড়ার আদমদিঘি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খালা জোসনা বেগমকে হত্যার দায়ে ভাগ্নে মো. বুলু’র (৩২) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালাত। একই সঙ্গে রায়ে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। 

সোমবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ৩ মে বেলা সাড়ে ১২টার সময় বগুড়া আদমদিঘি উপজেলার তালশন পশ্চিম পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আসামি বুলু জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার মায়ের ঘরের মধ্যে খালা জোসনা বেগমকে ধারালো বটি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে জোসনা বেগম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে আদমদিঘি হাসপাতলে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত জোসনা বেগমের স্বামী একই গ্রামের আব্দুল মান্নান বাদী হয়ে আদমদিঘী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে আদমদিঘি থানার তৎকালীন এস আই রফিকুল ইসলাম ২০১৩ সালের ৮ জুলাই আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে দির্ঘ শুনানী শেষে মামলায় এই রায় ঘোষণা করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. নাসিমুল বারি হলি ও আসামি পক্ষে এড. আব্দুর রশিদ।
এপিপি এড. নাসিমুল বারি হলি জানান, মামলার রায়ে বাদি সন্তুষ্ট হয়েছে। যথাযথ বিচার পেয়েছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর