খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে ভবনের ছাদ ধসে পড়ে। আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। আহতরা খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের স্বজনরা খাগড়াছড়ি সদর হাসপাতালে ভিড় করছেন।
জানা গেছে, নিহত শ্রমিকের নাম সাজ্জাদ হোসেন (২২)। তার বাড়ি খাগড়াছড়ি সদরে কলেজ গেট এলাকায়।
ভবনের ধসে পড়া ছাদের নিচে আরও শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন, এ আশঙ্কায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ