ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানকে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে চায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি তোলেন তারা।
সভায় বক্তারা বলেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ আলফাডাঙ্গা উপজেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ইউনিট। কারণ গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের নেতৃত্বে বিভিন্ন দলীয় কর্মসূচী পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে রয়েছে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণ যোগ্যতা। তিনি দানশীল ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে সেবা ও সহযোগিতা করে আসছেন। সব সময় মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. মোনায়েম খানকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ জোর দাবি জানান।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের পরিচালনায় সভা বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, আব্বাস উদ্দীন, শাহাদত সর্দার, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্যা, দপ্তর সম্পাদক আনিচুল ইসলাম মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সিনিয়র সদস্য বাকিয়ার রহমান বাকা, সদস্য নাজমুল ইসলাম ঝিকু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিন মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান নওয়াব আলী প্রমুখ।
এসময় বাজড়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বুলু, গোপালপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ফজর, সাধারণ সম্পাদক আসলাম মোল্যা, গোপালপুর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, কামারগ্রাম ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, চান্দড়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ, কাতলাশুর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক পান্না লাল সরকার, পবনবেগ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, পাড়াগ্রাম ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মুঞ্জুর হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ