সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর-মথুরকান্দি ভায়া মুজিববাজার সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকালে মথুরকান্দি বাজারে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কাজ বাস্তবায়ন করছে।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, এলজিইডির বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী একরামুল হোসেন, ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল