বাগেরহাটের মোংলায় একটি মুদি দোকানের গোডাউনে মিলেছে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য। পরে শুক্রবার বিকেলে সেই পণ্য উদ্ধার করে উপজেলা প্রশাসন। এসব পণ্যের মধ্যে ছিল ৪০ বস্তা মুশুরি ডাল ও ১১০ কার্টুন সয়াবিন তেল।
মোংলা উপজেলা প্রশাসন জানায়, মোংলা পৌরসভার সামাদ সড়কের জালাল স্টোরে গোপনে এই পণ্য বিক্রি করে আসছে টিসিবির স্থানীয় ডিলার মো. খোকন- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় টিসিবির ৪০ বস্তা মুশুরির ডাল ও ১১০ কার্টুন সয়াবিন তেল।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, বিপুল পরিমান টিসিবির পণ্য একটি দোকানের গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল