বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা হয় সামনে এগিয়ে যাবো, না হয় শহীদ হবো। কোন অবস্থাতেই পিছিয়ে যাবো না।
শুক্রবার দিবাগত সন্ধ্যায় দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিযার মুক্তি, চাল-ডাল, জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ড ও সন্ত্রাসীদের গুলিতে বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক নেতাকর্মী হত্যার প্রতিবাদে এবং নির্দলীয নিরপেক্ষ সরকারের দাবিতে রংপুর বিভাগীয় জনসমাবেশ সফল করার লক্ষে দিনাজপুর জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ডাঃ জাহিদ হোসেন আরো বলেন, আজ আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এর থেকে মুক্তির জন্য গনঐক্যের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। কোন অবস্থাতেই পরাজিত হওয়া যাবে না। সকল বাধা অতিক্রম করে রংপুরের সমাবেশে পৌঁছাতে হবে ও সমাবেশের সফল করতে হবে।
জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-উর-রশিদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশেদ আলী মঙ্গোলিয়া, রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়কবৃন্দ, জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনাসহ দলীয় নেতাকের্মীদের সুস্থতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম।
বিডি প্রতিদিন/এএ