বেনাপোল সীমান্ত থেকে ৯ রাউন্ড গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক সাইদুল বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে। পুলিশ জানায়, ভারত থেকে পিস্তলের গুলি নিয়ে এসে রঘুনাথপুর বিজিবি ক্যাম্প এলাকায় এক যুবক অবস্থান করছে- এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ খবর নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া। তিনি জানান, আটক সাইদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক