শরীয়তপুর জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ সরদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে জাজিরার কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সাদেক সরদার ও সাবেক ইউপি সদস্য বাদশা সরদার গ্রুপ এবং খবির সরদার ও বর্তমান ইউপি সদস্য দেলোয়ার সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় অন্তত ৫০ থেকে ৬০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষে খালেক সরদারের ছেলে ফিরোজ সরদার (৩৫) মারা যান। নিহত ফিরোজ সরদার সাদেক ও বাদশা সরদার গ্রুপের সমর্থক। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাবিব সরদার পায়ে ও রফিক সরদার চোখে-মুখে টেটাবিদ্ধ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম উদ্দীন জানান, ফিরোজ সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার চিকিৎসা শুরু করার কিছু সময়ের মধ্যে তিনি মারা যান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এছাড়া কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে আটজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক