ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড়ে অবস্থিত হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেক্ট্রিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, আমাদের সদর ফায়ার সার্ভিস ও ত্রিশাল ফায়ার সার্ভিসসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছেনা। আমারা তদন্ত করে নিশ্চিত হতে পারবো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন