রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও বিআরটিএ রাঙামাটি সার্কেল শহরের হেপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) প্রকৌশলী আতিকুর রহমান, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ (কাজল) উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, রাঙামাটিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হব। তবে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। একইসাথে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/নাজমুল