কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নজরুল ইসলাম। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার নবী হোসেনের ছেলে।
শনিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে মহেশখালীয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলার আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম