'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ শ্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলমসহ পরিবহন মালিক-শ্রমিক-চালকরা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/ফারজানা