“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মটর শ্রমিক ইউনিয়ন, পরিবহন মালিক গ্রুপসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির শুভ সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, সড়ক ও জনপথ বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোসাঃ রেজওয়ানা করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান, বাস মালিক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু, নিরাপদ সড়ক চাই’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতা, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আইউব আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক মোঃ শাহজামান হক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন