নোয়াখালীতে জাতীয় তরুণ পার্টির সহযোগী সংগঠন জাতীয় তরুণ পার্টি জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক শৌরভ হোসেন সবুজের সভাপতিত্বে আজ শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এ প্রতিনিধি সম্মেলনে প্রধান হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান ও সদস্য সচিব শাহাদাত হোসেন। এর আগে জাতীয় তরুণ পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা এ প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন।
বক্তারা বলেন, এ সরকার দ্রব্যমূল্যসহ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বে আগামীতে সারাদেশে ৩০০টি আসনে নির্বাচন করবে বলে আশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা