খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের প্রভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা রুটের কমপক্ষে ২০০ বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বাসগুলো বিভিন্ন স্ট্যান্ড ও গ্যারেজে থামিয়ে রাখা হয়েছে।
ফলে আজ শনিবার দ্বিতীয় দিনেও শত-শত যাত্রী পথে পথে দুর্ভোগের মধ্যে রয়েছেন। নিরূপায় হয়ে ইজিবাইক, ভ্যান, নছিমন, আলম সাধু ও মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।
মোরেলগঞ্জ-শরণখোলা থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বেনাপোল, যশোর ও খুলনার উদ্দেশ্যে প্রতিদিন ৬০-৭০টি দূরপাল্লার পরিবহন চলাচল করে। লোকাল বাস রয়েছে প্রায় দেড়শত। এসব পরিবহন ও লোকাল বাস শনিবার থেকে বন্ধ রয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ-শরণখোলা-শোংলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ বলেন, ‘নসিমন, করিমন বন্ধ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাস বন্ধ আছে। আজ শনিবার বিকাল থেকে লোকাল ও দূরপাল্লার পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ