মেহেরপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়ার নেতৃত্ব শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, জেলা ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা