জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছ। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন আওতাধীন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এ র্যালি হয়। র্যালি শেষে তারা লিফলেট বিতরণ করেন।
আজ শনিবার বেলা ১১টায় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসনের নেতৃত্বে এ র্যালী হয়। এতে হাইওয়ে পুলিশ শিমরাইল ও ভুলতা ক্যাম্পের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় কাঁচপুর হাইওয়ে থানার টিআই সৈয়দ নাজমুল হুদা, হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দীন, হাইওয়ে পুলিশ ভুলতা ক্যাম্পের ইনচার্জ টিআই মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যালি শেষে গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ