দাম বেশি রাখায় লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে শহরের চক বাজারে ভক্তের গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
এ সময় বাজার দরের চেয়ে দাম বেশি রাখা, দোকানে মূল্য তালিকা না রাখা ও ক্রেতাদের বিক্রির রশিদ না দেওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি ও বিপনন কর্মকর্তা মনির হোসেন, বণিক সমিতির ক্রীড়া সম্পাদক এহতেশাম হায়দার বাপ্পী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন