"আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে আলোচনা সভা ও র্যালি বের করা হয়।
জেলা প্রশাসন ও বিআরটি এ অফিসের যৌথ উদ্যেগে নরসিংদীর দুর্ঘটনাপ্রবণ এলাকা রায়পুরার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, গাড়ির মালিক, চালক ও জণসাধারণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গন থেকে র্যালি বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্কুল মাঠে এসে শেষ হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুুপার সত্যজিত ঘোষ, বি আর টি এ’র সহকারী পরিচালক (ইঞ্জি) শেখ মোহাম্মদ ইমরান ,মটর যান পরিদর্শক ইন্সপেক্টর মো: নাসিম হায়দার,রায়পুরার উপজেলা চেয়ারমান আব্দুস সাদেক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সে আইন কঠোর ভাবে মেনে চলার জন্যে উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম