কুড়িগ্রামে মা ইলিশ রক্ষায় নদনদী এলাকায় জেলা টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেছে। শনিবার অভিযানকালে মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
জেলায় ইলিশের প্রজনন মৌসুমে গত ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি নদনদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশাসহ জেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
টাস্কফোর্সের অভিযানকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় জেলেসহ উপস্থিত সকলকে সচেতন হওয়ার পাশাপাশি আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান। এতে জানানো হয় ইলিশ মাছ আমাদের দেশের সম্পদ এটি সংরক্ষণের বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন