জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা, চালক, হেলপার, শ্রমিক ও যাত্রীদের মধ্যে রজনীগন্ধার স্টিক বিতরণ কার্যক্রম করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি-ট্রাফিক) বিভাগ।
শনিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার ও টঙ্গীসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্ট ও এলাকায় প্রচারণা, সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জিএমপি’র ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন ও সহকারী কমিশনার (এসি) আহসানুল হকের তত্ত্বাবধানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), সার্জেন্ট ও সঙ্গীয় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, সচেতনতামূলক প্রচারণায় সড়ক দুর্ঘটনা রোধে পরিবহনের মালিক, চালক, হেলপার, শ্রমিক ও প্রতিনিধিদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহবান জানান। সাধারণ যাত্রী ও পদচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, স্টিকার এবং রজনীগন্ধার স্টিক বিতরণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি গতিসীমা মেনে চলা, ওভারটেকিং না করা, ফুটওভার ব্রিজ ব্যবহার করা, উল্টো পথে চলাচল না করা, চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, উচ্চ শব্দে হর্ন না বাজানো, আরএসই (Road Safety Engineering) ইত্যাদি বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
এদিকে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’র গাজীপুর সার্কেলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম শরিফুল ইসলাম, প্রফেসর এমএ বারী ও অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিআরটিএ’র সহকারী পরিচালক আবু নাঈম ও গাজীপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতির সভাপতি সুলতান উদ্দিন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম