'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক ও জনপদ বিভাগ এবং বিআরটিএ'র যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) আনোয়ার পারভেজ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দনাথ মন্ডল সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/এএম