কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া বাজার এলাকায় বিদেশী ১২১ ক্যান বিয়ার ও ৭ বোতল মদসহ মো. জামাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া বাজার সংলগ্ন জনৈক আব্দুল জব্বারের মুদি দোকানের সামনে রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে র্যাব-১৫। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ১২১ ক্যান বিয়ার ও ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ এস টি