শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
বিকেলে নগরের পতেঙ্গা, কোতোয়ালী ও পাঁচলাইশ এলাকার পূজামণ্ডপগুলোতে গিয়ে তিনি পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে।
এসময় ফারুক ই আজম বলেন, “দুর্গোৎসব সর্বজনীন উৎসব। এবারের আয়োজনকে সাবলীল করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে। এই উৎসবের সার্বিক একটা রূপ আছে— যেমন ধর্মীয় দিক রয়েছে, তেমনি নানা ধর্মের মানুষও উৎসব আয়োজনে সামিল হন।”
বিডি প্রতিদিন/আশিক