কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ সাজেদা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৫। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ তুর্কি ফিল্ড হাসপাতালের ৬নং গাইনী ওয়ার্ডের কক্ষে এক অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর সদস্যরা। অভিযান চলাকালীন সময়ে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি বলেন, এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ওই নারীর দেহ ও কক্ষের আশপাশ এলাকা তল্লাশি করে হাসপাতালের ৬নং ওয়ার্ডের কক্ষে আলমিরার নিচে রক্ষিত অবস্থায় সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ এস টি