বগুড়া সদর উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা করা হয়।
এদিন বগুড়া জেলা খাদ্য নিরাপদ কর্তৃপক্ষের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা হয়।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. মাহফুজ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, সদস্য মো. গোলাম ফারুক, মোহাম্মাদ আলী বাবু, মো. সামসুল আবেদীন, মো. আজিজার রহমান, আরিফুজ্জামান আরিফ, মোহাম্মাদ নূরুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি ও জোষ্ঠ সাংবাদিক এ এইচ এম আখতারুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্যে সমর কুমার পাল বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসময় তিনি জেলা এবং উপজেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন