মানিকগঞ্জে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। স্থানীয়রা জানান, ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
রবিবার রাতে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের মৃত মজলিশ খানের ছেলে। জাহাঙ্গীরের আট বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। নিহতের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
জাহাঙ্গীরের বড় ভাই আশরাফুল ইসলাম খান জানান, গোড়লা গ্রামের মো. দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাইয়ের ডিশ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গোলড়া এলাকায় লাইন টানা নিয়ে একাধিকবার ঝামেলা হয়।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ‘এ ঘটনায় আসামি সাকিবুল ইসলাম ও ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটজনের নামে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে জাহাঙ্গীরের ভাই আশরাফ মামলা করেছেন। অন্য আসামিদের ধরতে পুলিশ চেষ্টা করছে’।
বিডি প্রতিদিন/ফারজানা