যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে এ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভানুগাছ বাজার চৌমুহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, সায়েক আহমেদ, ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, যুবলীগ নেতা আসিফ নেওয়াজ রনি, যুবলীগ সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান ও আনোয়ার পারভেজ আলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই