কুমিল্লার লাকসামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। বিভাগীয় পতাকা উত্তোলন করেন, পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের ও স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। পরে অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সরঞ্জাম প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুল আজিজ, লাকসাম থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় ফায়ার ফাইটার নুরুল আলম, মজিবুর রহমান, নাছির উদ্দিন, আবু সয়েমসহ ফায়ার সার্ভিস স্টেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল