ফরিদপুর সদর উপজেলা চরমাধবদিয়া ইউনিয়নের হাফেজডাঙ্গী গ্রামকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় সরদার ডাঙ্গী গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর মুসলিম মিশনের সভাপতি অধ্যাপক এম এ সামাদ।
বিএফএফ’র নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম, জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী হাসিবুল হাসান, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান মন্ডল, সাংবাদিক কামরুজ্জামান সোহেল।
বিএফএফ’র পরিচালক আ. ন. ম ফজলুল হাদী সাব্বির জানান, চরমাধবদিয়া ইউনিয়নের হাফেজ ডাঙ্গী গ্রামের ১৭০টি পরিবার রয়েছে। এর মধ্যে ৩৫টি হতদরিদ্র পরিবারের কোনো পাকা টয়লেট ছিল না। এসব পরিবারের মাঝে সেমিপাকা টয়লেট তৈরি করার মাধ্যমে শতভাগ স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। শুধু হাফেজ ডাঙ্গী গ্রামই নয়, গোটা ইউনিয়নে শতভাগ স্যানিটেশন করার জন্য কাজ করছেন তারা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগীতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) এ কার্যক্রম বাস্তবায়িত করছে।
বিডি প্রতিদিন/হিমেল