ব্রাক্ষণবাড়িয়ায় লিফলেট বিতরণ করার সময় নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ রবিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মামুনুর রশিদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসাইন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পিয়াল আহমেদ, সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল