২৭ নভেম্বর, ২০২২ ২১:২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও সমমান কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে ৩০ দিনব্যাপী চলা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। 

এই প্রশিক্ষণে উপ-রেজিস্ট্রারদের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাজের দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তিগত শিক্ষা, অফিস ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিষয় বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, প্রশিক্ষণ সমন্বয়কারী ড. হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৬৩ জন উপ-রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর