লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের বাসিন্দা ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে বড়খাতা সংলগ্ন রেললাইন ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহরাব হোসেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা রেলস্টেশন এলাকায় পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটে। এসময় সোহরাব হোসেন রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় ট্রেনটি চলন্ত থাকায় তাকে ধাক্কা দিলে পরে যায় এবং ঘটনাস্থলেই সে মাথা ও দুইপায়ে আঘাতপ্রাপ্ত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ব্যবস্থা গ্রহন করবেন।
বিডি প্রতিদিন/এএ