২৯ নভেম্বর, ২০২২ ২০:৫৮

১৭ দিন পর লাশ ফেরত দিল ভারত

ফেনী প্রতিনিধি

১৭ দিন পর লাশ ফেরত দিল ভারত

মেজবাহ উদ্দিনের লাশ হস্তান্তর করছে ভারতীয় পুলিশ

ফেনীর পরশুরামে মেজবাহ উদ্দিনের লাশ ১৭ দিন পর ভারতীয় পুলিশ হস্তান্তর করেছে বাংলাদেশের পুলিশের কাছে। মঙ্গলবার দুপুরে বিলোনিয়া ইমিগ্রেশনে চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি পুলিশ ও বিজিবির কাছে মেজবাহর মরদেহটি হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরার বিলোনিয়া থানার পুলিশ পরিদর্শক পরিতোষ ঘোষ, পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম, ভারতীয় বিএসএফের কোম্পানি কমান্ডিং সত্যপাল সিং, বিলোনিয়ার মজুমদারহাট কোম্পানি কমান্ডার সুবিধার মনিরুজ্জামান ও পরশুরামের মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল প্রমুখ।

এর আগে গত ১৩ নভেম্বর বিকেলে পরশুরামের বাঁশপদুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় ধান কাটতে যান কৃষক মেজবাহ। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যায় তাকে। এর তিনদিন পর ভারত সীমান্তের একশ গজের মধ্যে কাঁটাতারের পাশে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে ভারতীয় বাহিনীর সদস্যরা লাশ নিয়ে যায়। অবশেষে মঙ্গলবার দুপুরে ১৭ দিন পর আনুষ্ঠানিকভাবে মেজবাহর মরদেহ ফেরত দেয়া হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর