২৯ নভেম্বর, ২০২২ ২০:৫৯

রসিক নির্বাচনে ২৭৭ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রসিক নির্বাচনে ২৭৭ 
জনের মনোনয়নপত্র দাখিল

আনন্দঘন পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কানউন্সির পদপ্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর নির্বাচন অফিস প্রার্থী ও সমর্থকদের পদ চারণায় মুখর ছিল। নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি, সদ্য সাবেক হওয়া মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি আমিরুজ্জামান পিয়াল, মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ডেইরী ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, জাকের পার্টির নেতা খোরশেদ আলম, ব্যবসায়ী মেহেদী হাসান বনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু, জাসদের মোঃ সফিয়ার রহমান, স্বতন্ত্র মোঃ আবু রায়হান,  খেলাফত মজলিসের মোঃ তৈহিদুর রহমান মন্ডল। 
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১১টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলপদে ৬৯ জন, ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন এবং মেয়রপদে ১০ জনসহ মোট ২৭৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণের জন্য মনোনয়পত্র জমা দিয়েছেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর