২ ডিসেম্বর, ২০২২ ২০:২০

বরিশালে যুব ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে যুব ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতা কারাগারে

প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদরের টিএন্ডটি মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল ও যুবদল নেতা মো. রায়হান এবং গারুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসবক দল সভাপতি মিজানুর রহমান টিটু।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাকেরগঞ্জ উপজেলা সদরের টিএন্ডটি মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক স্বপন কুমার দে বাদী হয়ে ২৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৬০ থেকে ৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর